শিরোনাম
লামায় মানবপাচার মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১২:৪৪
লামায় মানবপাচার মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় নারী নির্যাতন ও মানবপাচার মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


উপজেলার ফাঁসিয়াখালী ও লামা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে শনিবার তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলো- ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ, লামা সদর ইউনিয়নের চিউনিখাল গ্রামের বাসিন্দা আলী নেওয়াজের ছেলে হাবিব (৪৫) ও হযরত আলীর ছেলে আনোয়ার (৩৮)।


সূত্র জানায়, ২০১৭ ও ২০১৫ সালে এবং চলতি বছর গ্রেফতারকৃত নুর মোহাম্মদের বিরুদ্ধে মানবপাচার, নারী ও শিশু নির্যাতন আইনে থানায় চারটি মামলা হয় (মামলা নং-৬/১৯, ৯৩/১৭, ৫/১৫ ও ৫৬২/১৭)। হাবিব ও আনোয়ারের বিরুদ্ধেও চলতি বছর উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয় (মামলা নং-১৬৯/১৯)।


এসব মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে আসামিরা পলাতক ছিল।


এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/আরমান/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com