শিরোনাম
বান্দরবানের তিন ইউপিতে উপ-নির্বাচন ২৫ জুলাই
প্রকাশ : ২২ জুন ২০১৯, ১৮:৪৮
বান্দরবানের তিন ইউপিতে উপ-নির্বাচন ২৫ জুলাই
লামা (বান্দরবান) সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

বান্দরবানের ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।


স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৫ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


ঘোষিত তফসিলে আলীকদম উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নয়াপাড়া ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য এবং রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


উপ-নির্বাচনের তফশীল ঘোষণার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা বলেন, ৩০ জুন রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ জুলাই, ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৫ জুলাই ভোট গ্রহণ করা হবে।


বিবার্তা/আরমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com