শিরোনাম
মোরেলগঞ্জে প্রান্তিকদের জন্য ২০ লাখ টাকা অনুদান
প্রকাশ : ২২ জুন ২০১৯, ১৮:১৫
মোরেলগঞ্জে প্রান্তিকদের জন্য ২০ লাখ টাকা অনুদান
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ৮টি শ্রেণি পেশার ১১০জন লোকের পেশাগত মান উন্নয়নের জন্য প্রায় ২০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।


শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেন।


সমাজসেবা অধিদফতরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কামার, কুমার, বাঁশ-বেত প্রস্ততকারক, হেয়ার ড্রেসিং, জুতা মেরামতকারী, কাসা-পিতল প্রস্তুতকারী, লোক শিল্প ও নকশিকাঁথার সাথে জড়িত এমন ১১০ জনকে ১৮ হাজার টাকা করে দেয়া হয়।


অফিসারস ক্লাবে অনুষ্ঠিত টাকা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।


এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর বাগেরহাট জেলা উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হান কবির প্রমুখ।


বিবার্তা/রাজু/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com