শিরোনাম
অস্ত্রোপচারের এক মাস পর ক্ষতস্থানে মিলল স্যালাইনের পাইপ
প্রকাশ : ২২ জুন ২০১৯, ১২:২৮
অস্ত্রোপচারের এক মাস পর ক্ষতস্থানে মিলল স্যালাইনের পাইপ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের এক মাস পর প্রসূতির ক্ষতস্থানে পাওয়া গেছে স্যালাইনের পাইপের টুকরো!


প্রায় এক মাস আগে মা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেন পলি খাতুন। কিছুদিন পর অস্ত্রোপচারের স্থানে ব্যথা হওয়ায় ২৬ মে তাকে আবারো ক্লিনিকে ভর্তি করানো হয়।


ওইদিনই তার দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়। এতে তার পেট থেকে গজ ব্যান্ডেজ পাওয়া যায় বলে অভিযোগ পলির স্বজনদের।


কয়েকদিন পর ছাড়পত্র নিয়ে ক্লিনিক ছাড়েন পলি। কিন্তু অস্ত্রোপচারের স্থান থেকে স্যালাইনের পাইপের টুকরো বের হয়ে আসায় শুক্রবার ফের ক্লিনিকে আসলে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। এরপর পলি খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।


তবে রোগীর স্বজনদের অভিযোগকে ভিত্তিহীন বলছেন অস্ত্রোপচারকারী চিকিৎসক ডা. লিফা নারছিস চৈতী।


তিনি বলেন, এমন কোনো ঘটনাই ঘটেনি অস্ত্রোপচারের সময়। তাদের এই অভিযোগের কোনো সত্যতা নেই।


এদিকে ক্লিনিক মালিক বলছেন, এমন কিছুই হয়নি। এটি নিছকই রোগীর স্বজনদের বোঝার ভুল।


তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. খায়রুল আলম।


বিবার্তা/সালেকিন/তাওহীদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com