
নারায়ণগঞ্জের আড়াইহাজারের আনোয়ার হোসেন হত্যা মামলার একমাত্র আসামি শ্যামল মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি শ্যামল মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। তিনি আড়াইহাজারের বারোয়ানির মৃত আব্দুর রউফ মোল্লার ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রহিম জানান, মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
২০১১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আড়াইহাজারের বারোয়ানি এলাকায় এক ক্রিকেট টুর্নামেন্টে আউট হওয়াকে কেন্দ্র করে আনোয়ারের মাথায় আঘাত দিয়ে তাকে হত্যা করে শ্যামল।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]