শিরোনাম
ফরিদপুরে জোড়া খুনে ১৩ জনের যাবজ্জীবন
প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১৪:৩৮
ফরিদপুরে জোড়া খুনে ১৩ জনের যাবজ্জীবন
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরে ১৬ বছর আগের জোড়া খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।


এ সময় দণ্ডপ্রাপ্ত ১৩ জনের মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিল। বাকি দুইজন পলাতক রয়েছে।


আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৩ ডিসেম্বর ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা গ্রামে এক গ্রাম্য সালিশে কথা কাটাকাটির জেরে একই গ্রামের গঞ্জর খাঁ ও মোসা মোল্লা নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা।


পরে নিহতদের স্বজন আলাল মিয়া বাদী হয়ে সালথা থানায় ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ১৪ জনকে বেকসুর খালাস ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com