শিরোনাম
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১৩:০২
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর চয়ন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১৪ বছর আগের এ মামলার এ রায় দেন।


রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের সবাই উপস্থিত থাকলেও একজন পলাতক ছিলেন। তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্তদের পরিচয় জানা যায়নি।


আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা।


চয়ন উপজেলার শিবলা ইউনিয়নের চাঁনশিদলা গ্রামের জাহিদুল ইসলাম রতনের ছেলে। এ হত্যাকাণ্ডের পর দিন চয়নের বাবা হোসেনপুর থানায় একটি মামলা করেন।


দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় হলো।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com