শিরোনাম
অবৈধভাবে পাথর উত্তোলনে শিক্ষকসহ ৩৯ জনের বিরুদ্ধে এজাহার
প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১১:১৬
অবৈধভাবে পাথর উত্তোলনে শিক্ষকসহ ৩৯ জনের বিরুদ্ধে এজাহার
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন পাহাড় ও ঝিরি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে দুই শিক্ষকসহ ৩৯ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি এজাহার দাখিল করেছে পরিবেশ অধিদফতর।


পরিবেশ অধিদফতরের বান্দরবান শাখার পরিদর্শক নাজনীন সুলতানা নীপা বাদী হয়ে মঙ্গলবার এজাহার দাখিল করেন।


এজাহারে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকার নয়জন ও কাঁঠালছড়া এলাকার ১৭ জন পাথর ব্যবসায়ীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৩ জন ব্যবসায়ীকে বিবাদী করা হয়।


এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক রয়েছে বলে জানা গেছে।


সূত্র জানায়, ছয় মাস ধরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঁঠালছড়া পাড়া, ইয়াংছা, বনপুর, গজালিয়া ইউনিয়নের মিজঝিরি, আকিরাম, গতিরামপাড়াসহ ফাইতং ও সরই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে স্থানীয় ও বহিরাগত একটি সংঘবদ্ধ চক্র কোনো ধরণের অনুমতি ছাড়াই নির্বিচারে পাহাড় ও ঝিরি খুঁড়ে পাথর উত্তোলন করে আসছে।


ওই চক্রটি ইতোমধ্যে ১২ লক্ষাধিক ঘনফুট পাথর উত্তোলন করে নিয়ে গেছে। আরো প্রায় পাঁচ লাখ ঘনফুট পাথর উত্তোলন করে পাচারের জন্য মজুদ করে।


এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পত্রিকায় ‘স্থানীয় ও বহিরাগত সিন্ডিকেট খুঁড়ছে পাহাড়’, ‘লামায় পাথর উত্তোলনে মহোৎসব শীর্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে প্রশাসনের টনক নড়ে। পরে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ ঘনফুট পাথর জব্দ করে এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেয়।


পাথর উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে এজাহার দাখিলের সত্যতা নিশ্চিত করে লামা থানা ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, এজাহারে উল্লেখিত বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/আরমান/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com