শিরোনাম
গাছকাটা মামলায় বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালকসহ পাঁচজন কারাগারে
প্রকাশ : ১৯ জুন ২০১৯, ০৯:৫৩
গাছকাটা মামলায় বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালকসহ পাঁচজন কারাগারে
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরে গাছকাটা মামলায় বিটিভি উপকেন্দ্রের উপ-পরিচালকসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।


জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মামনুর রশিদ মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আসামিরা হলো- নাটোর বিটিভি উপকেন্দ্রের পরিচালক ও শহরের মোহনপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে দেলোয়ার হোসেন, চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার ময়েজ উদ্দিনের ছেলে মাহাতাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলার নওপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইকবাল হোসেন ও ইকবাল হোসেনের ছেলে সানি।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, পারিবারিক বিরোধে আমার বাদী সাবিহা বেওয়ার জমিতে থাকা এক লাখ ২০ হাজার টাকার গাছ কর্তন করে আসামিরা।


এ নিয়ে ৪ মে সাবিহা বেওয়া বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলায় মঙ্গলবার দুপুরে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করে। কিন্তু নাটোর জজ আদালতের বিচারক মামনুর রশিদ তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিবার্তা/সাকলাইন/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com