শিরোনাম
সাভার ও আশুলিয়ায় তীব্র গ্যাস সংকট
প্রকাশ : ১৮ জুন ২০১৯, ১৬:৪৪
সাভার ও আশুলিয়ায় তীব্র গ্যাস সংকট
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভার ও আশুলিয়ায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে পোশাক কারখানায় উৎপাদন ব্যহত হচ্ছে।


এনিয়ে মঙ্গলবার দুপুরে সাভারের জালেশ্বর এলাকায় শিল্প ও আবাসিক গ্রাহকদের নিয়ে শুদ্ধাচার বিষয়ক গণশুনানী করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।


এতে সাভার ও আশুলিয়ার কয়েকশ শিল্প প্রতিষ্ঠান ও বাসা বাড়ির লোকজন অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।


এসময় শুদ্ধাচার বিষয়ক গণশুনানীতে দ্রুত গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সন্তোষ প্রকাশ করেন গ্যাস ব্যবহার কারীরা।


বিবার্তা/শরিফুল/তাওহীদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com