শিরোনাম
নওগাঁয় ৯৩৩ কোটি ৩০ লাখ টাকার আম উৎপাদন
প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১৯:২৩
নওগাঁয় ৯৩৩ কোটি ৩০ লাখ টাকার আম উৎপাদন
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁয় চলতি বছরে ২ লাখ ৩৩ হাজার ৩শ ২৫ মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে। যার বর্তমান মূল্য ৯৩৩ কোটি ৩০ লাখ টাকা।


এ জেলায় ক্রমেই আম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জেলার পোরশা, সাপাহার, পত্নীতলা, নিয়ামতপুর উপজেলায় নতুন নতুন আম বাগান গড়ে উঠছে। কৃষকরা তাদের ধানের জমিতে এসব বাগান গড়ে তুলছেন। ধান উৎপাদনের চেয়ে আম লাভজনক হওয়ায় তারা আমের বাগান গড়ে তুলতে বেশি আগ্রহী হয়ে উঠছেন।


নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ১৮ হাজার ৬শ ৬৬ হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠেছে। এসব বাগানে এ বছর মোট আম উৎপাদিত হয়েছে গড়ে প্রতি হেক্টরে ১২ দশমিক ৫০ম মেট্রিকটন হিসেবে মোট ২ লাখ ৩৩ হাজার ৩শ ২৫ মেট্রিকটন। যার বর্তমান স্থানীয় বাজার মূল্য ৯৩৩ কোটি ৩০ লাখ টাকা।


নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক জানিয়েছেন, জেলা উপজেলাভিত্তিক আম বাগানের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪১৫ হেক্টর, রানীনগর উপজেলায় ২০ হেক্টর, আত্রাই উপজেলায় ১১৬ হেক্টর, বদলগাছি উপজেলায় ৩৩৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩৬০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ২২০০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৬৭০ হেক্টর, সাপাহার উপজেলায় ৪০০০ হেক্টর, পোরশা উপজেলায় ৯২০০ হেক্টর, মান্দা উপজেলায় ৪০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে।


জেলায় উৎপাদিত আমের জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, নাগ ফজলী, আম-রুপালী, আশ্বিনা, ফজলী, কুমড়াজ্বালী এবং হাড়িভাঙ্গা।


কৃষি বিভাগের মতে, নওগাঁ জেলায় উৎপাদিত আমের মিষ্টতা এবং স্বাদ দুটাই বেশি। চলতি বছর নওগাঁয় স্থানীয় বাজার অনুযায়ী প্রতি কেজি আম গড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে এক মেট্রিক টন আমের বাজার মূল্য ৪০ হাজার টাকা। এ বছর জেলায় মোট আম উৎপাদিত হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৩শ ২৫ মেট্রিকটন। বাজার মূল্য অনুযায়ী উৎপাদিত আমের মূল্য ৯৩৩ কোটি ৩০ লাখ টাকা।


বইবারটা/বেলাল/তাওহীদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com