শিরোনাম
সংস্কৃতি খাতে অপ্রতুল বরাদ্দের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১৪:৪৫
সংস্কৃতি খাতে অপ্রতুল বরাদ্দের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।


শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি। এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে সংস্কৃতি সংগঠনের কর্মীরা অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্কৃতি সংগঠনের খুলনা বিভাগের প্রেসিডিয়াম সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, ঝংকার শিল্পী গোষ্ঠীর সভাপতি সান্ত জোয়ারদ্দার, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, জাগরণ সংস্কৃতি গোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল আকতার লাল্টু, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, চারুগৃহের সাধারণ সম্পাদক আরেফিন আনু, স্বরলিপি সঙ্গীত চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নিধির বিশ্বাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


বক্তারা বলেন, জাতীয় সংসদে পেশ হওয়া বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্ধ কম দেয়া হয়েছে। বাজেট পাশ হাওয়ার আগেই সংস্কৃতি খাতে বাজেট বাড়ানোর দাবি জানান তারা।


বিবার্তা/কোরবান/সবুজ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com