শিরোনাম
রাজশাহীতে জামায়াত-শিবিরের তিন কর্মী আটক
প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১১:৫২
রাজশাহীতে জামায়াত-শিবিরের তিন কর্মী আটক
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পবা উপজেলার ভল্লুকপুর গ্রামের পাশের বাগান থেকে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।


শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়। এ সময় ১৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


আটককৃতরা হলো- নগরীর শ্যামপুর এলাকার কামরুল হাসান, মির্জাপুর মহল্লার দিলদার হোসেন ও কাটাখালির সুচারণ মহল্লার আবু তাহের।


বিষয়টি নিশ্চিত করে রাজশাহী নগরীর মতিহার থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জামায়াত-শিবিরের একটি দল নাশকতা চালানোর লক্ষ্যে পবার ভল্লুকপুরের আমবাগানে গোপন বৈঠক করছিল। সেই সময় মতিহার থানা পুলিশের একটি দল সেখানে গেলে তারা ইট পাটকেল ছুড়ে হামলা চালায়।


তিনি বলেন, পরে পুলিশের অতিরিক্ত ফোর্স পাঠানো হলে তাদের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। বাকিরা সবাই সাধারণ লোকের সঙ্গে মিশে যায়। তবে তাদের ব্যবহৃত ১৮টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।


তিনি আরো বলেন, তারা পবার উপজেলা পরিষদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে এ বৈঠক করছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সাধারণ মানুষের মধ্যে মিশে গেছে। এ বিষয়ে মতিহার থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে।


পঞ্চম ধাপে রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুন। এই নির্বাচনে বিএনপি ও জামায়াতের কোনো দলীয় প্রার্থী নেই।


বিবার্তা/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com