শিরোনাম
বাজেট গণমুখী ও জনবান্ধব হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১১:০৬
বাজেট গণমুখী ও জনবান্ধব হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বর্তমান সরকারের ১১তম বাজেট গণমুখী ও জনবান্ধব হয়েছে।


শনিবার সকালে সাভারের তালবাগ এলাকায় নিজ বাসভবনে তিনি একথা বলেন।


ডা. এনামুর রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাত এবং সামাজিক নিরাপত্তা খাতে উন্নয়নের সাথে সাথে দেশের প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে উপকার লাভ করবে। দারিদ্রতার হার কমে আসবে, শিক্ষার হার বাড়বে।


তিনি বলেন, এই জনবান্ধব বাজেটে বাজার মূল্যের উপর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না এবং বাজার দর স্বাভাবিক রয়েছে ও যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো চলমান আছে সেগুলোর কাজ শেষ হবে। সবমিলিয়ে এই বাজেটটি দেশের কল্যাণের জন্য করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com