শিরোনাম
সিংড়ায় সৎ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ১৪ জুন ২০১৯, ১৭:২১
সিংড়ায় সৎ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিষয়ের জেরে বড় ভাই ছোট সৎ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


শুক্রবার সকাল ৭টার দিকে সিংড়া উপজেলার পুটিমারী গ্রামের আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম হেদায়েত (১২)।


প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে হেদায়েত নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলো। এ সময় তার সৎ বড় ভাই এসাহাক জমিজমা সংক্রান্ত বিষয়ের জেরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পরে তার অবস্থার অবনতি ঘটলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানিয়েছে, ঐ গ্রামের আব্দুল কাদের তার দুই বউয়ের সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। কিন্তু দীর্ঘদিন থেকে এ নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ ছিলো। কাদেরের ছোট সন্তান হেদায়েত কে সম্পত্তি দেয়াকে মেনে নিতে পারেনি বড় ভাই ইসাহক। এজন্য সে পূর্ব পরিকল্পিতভাবে ঘুমন্ত অবস্থায় ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।


সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/রাজু/তাওহীদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com