শিরোনাম
চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ২৬টি বাচ্চার জন্ম
প্রকাশ : ১৪ জুন ২০১৯, ১৭:০৭
চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ২৬টি বাচ্চার জন্ম
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম চিড়িয়াখানায় দেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে অজগর সাপের বাচ্চা জন্ম হয়েছে। বৃহস্পতিবার সেখানে অজগরের ২৬টি বাচ্চার জন্ম হয়।


চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, চিড়িয়াখানায় ২০টি অজগর আছে। এসব সাপ ৩৫টি ডিম পাড়ে। ডিমগুলো সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে ৬০ দিন ধরে বিভিন্ন তাপমাত্রায় রাখা হয়। এরমধ্যে ২৬টি ডিম ফুটে অজগর ছানা জন্ম নিয়েছে। বাকি নয়টি ডিম নষ্ট হয়েছে।


চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বলেন, সাপের ছানাগুলো ইনকিউবিটরে রাখা হয়েছে। ১৫ দিন পর তারা চামড়া বদল করবে। তিন মাস পর্যবেক্ষণে রাখার পর এসব সাপ প্রাকৃতিক বন বা অভয়ারণ্যে ছেড়ে দেয়া হবে।


তিনি বলেন, আমি যতটুকু জানি, দেশে কোনো চিড়িয়াখানায় এভাবে সাপের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করা হয়নি। অজগরের ডিম থেকে কৃত্রিম উপায়ে আমরাই প্রথম বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছি।


চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা (নির্বাহী) কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এই সাপগুলো ৩ মাস পরে প্রাকৃতিক অভয়ারণ্যে কিংবা ইকোপার্কে ছেড়ে দেয়া হবে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com