শিরোনাম
ভূমিকম্পে করণীয় বিষয়ে ঝিনাইদহে মহড়া
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৮:২২
ভূমিকম্পে করণীয় বিষয়ে ঝিনাইদহে মহড়া
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঝিনাইদহে ভূমিকম্প ও আগুণ নিয়ন্ত্রণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মাঠে এ মহড়ার অনুষ্ঠিত হয়। মহড়ায় ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ারদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, স্টেশন অফিসার দিলিপ কুমার, আব্দুর রউফ, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/কোরবান/পলাশ/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com