শিরোনাম
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ সামগ্রী তুলে দিলো জাগ্রত মানবিকতা
প্রকাশ : ০৩ জুন ২০১৯, ১৭:৩৪
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ সামগ্রী তুলে দিলো জাগ্রত মানবিকতা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লায় অবকাশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরেও ঈদ সামগ্রী তুলে দেয় জাগ্রত মানবিকতা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা।


শনিবার দুপুরে কুমিল্লা নগর উদ্যানে অবস্থিত অবকাশ ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রাঙ্গণে সুবিধা বঞ্চিত শতাধিক শিশুদের মাঝে এ ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।


এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন, সমাজে যারা বিত্তবান আছেন এমন সকলেই যদি তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হবে। সকলে মিলে একটু করে সাহায্যের হাত বাড়ালে এই শিশুরা একটু ভালো করে বাঁচতে পারবে।


তাহসীন বাহার বলেন, আমির প্রত্যাশা জাগ্রত মানবিকতার মত বাংলাদেশের প্রতিটি জেলায় এমন মানবিক সংগঠন তৈরি হবে। আর তাহলেই তরুণ প্রজন্ম মানবিক কাজ করার যেমন সুযোগ পাবে। তেমনি সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষ গুলো উপকৃত হবে।


তিনি আরো বলেন, এই সুবিধা বঞ্চিত শিশুদের সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা কাজ করছি। আমি তাদের ঈদের খুশি আর আনন্দ দিতে পেরে আমার ঈদের খুশি আর আনন্দ খুঁজে পাই তাদের মাঝে। এই সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ আনন্দই আমার আনন্দ।


এসময় জাগ্রত মানবিকতার পরিবারের সদস্যরা ও অবকাশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বাণী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com