শিরোনাম
গাড়ির মান পরীক্ষার পর যাত্রী পরিবহনের অনুমতি: ডিআইজি
প্রকাশ : ০১ জুন ২০১৯, ১৫:৩৬
গাড়ির মান পরীক্ষার পর যাত্রী পরিবহনের অনুমতি: ডিআইজি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদকে কেন্দ্র করে এবারই প্রথম টার্মিনাল ও বাস স্ট্যান্ড থেকে গাড়ির মান পরীক্ষা-নিরীক্ষার পর যাত্রী পরিবহনের অনুমতি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান।


শনিবার দুপুরে ঢাকা-আরিচা, মানিকগঞ্জ-পাটুরিয়া ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শন শেষে সাভারের নবীনগরে জয় রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।


এসময় তিনি বলেন, উত্তর ও দক্ষিণবঙ্গগামী প্রায় ২০ হাজার পরিবহন প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। আর প্রত্যেকটি পরিবহনকেই স্ব-স্ব টার্মিনালে ফিটনেস পরীক্ষার পর যাত্রী পরিবহনের অনুমতি দেয়া হচ্ছে। এবারের ঈদযাত্রা যানজট মুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান আসাদ ও ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com