শিরোনাম
কর্ণফুলীতে ১০ দোকানাদারকে জরিমানা
প্রকাশ : ৩১ মে ২০১৯, ১২:৪১
কর্ণফুলীতে ১০ দোকানাদারকে জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কর্ণফুলী উপজেলার ভ্রাম্যমাণ আদালতে ১০ দোকানাদারকে জরিমানা করেছেন।


বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামশুল তাবরীজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে।


উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বিএসটিআই অনুমোদন না থাকা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখার দায়ে উপজেলার ৪টি বাজারে নুরে মদিনা, হাশেম স্টোর, ছিদ্দিক স্টোর, আবুল বশর স্টোর, হাসান বেকারি, ইলিয়াস স্টোর ও আদিবা ফুডসহ ১০ দোকানিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্য বাজারে জনসম্মুখে ফেলে ধ্বংস করা হয়।


সৈয়দ সামশুল তাবরীজ বলেন, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বিএসটিআই অনুমোদন না থাকা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখার দায়ে উপজেলার ৪ টি বাজারের ১০ দোকানিকে জরিমানা করা হয়েছে। ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যদ্রব্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।


বিবার্তা/তাওহীদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com