শিরোনাম
জয়পুরহাটে ধানের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন
প্রকাশ : ৩০ মে ২০১৯, ১৬:৩৩
জয়পুরহাটে ধানের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হলেও হাসি নেই কৃষকদের মুখে। স্মরণকালের মহা দরপতনের শিকার বোরো চাষিরা বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্টে ধানের ন্যায্য মূল্যের দাবীতে প্রায় ঘন্টাব্যাপী মানব বন্ধন করে।


বর্তমানে বোরো মৌসুমে ধানের বাজার দর চলছে মোটা ধান মন প্রতি ৪৫০/৪৬০ টাকা ও চিকন ধান মন প্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা। এ অবস্থায় কৃষকরা বিঘা প্রতি সর্বোচ্চ উৎপাদিত ১৮-২০ মন ধানে লোকসান গুনবেন ৪/৫ হাজার টাকা। কিন্তু কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পাওয়ার প্রতিবাদসহ মানব বন্ধন কর্মসূচি পালন করেন।


মানব বন্ধন চলাকালে বক্তৃতা করেন- জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এম এ রশিদ, জেলা জাসদের আহবায়ক ওয়াজেদ পারভেজ, জেলা মার্কসবাদী বাসদ নেতা ওবায়দুল মুছাসহ স্থানীয় কৃষকরা। বক্তারা অবিলম্বে মোটা ধানের দাম মন ৮০০ টাকা ও চিকন ধানের দাম ৯০০ টাকার দাবী জানান।


এ কর্মসূচির আয়োজন করেন কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন।


বিবার্তা/রানা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com