শিরোনাম
পাটগ্রামে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ
প্রকাশ : ২৪ মে ২০১৯, ১৬:২৩
পাটগ্রামে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।


শুক্রবার সকালে পাটগ্রাম উপজেলার ঝোংড়া ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, কাফির বাজার সংলগ্ন বাইপাস সড়কের সন্নিকটে বোমা মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। এই বালু উত্তোলনের কারণে বাইপাস সড়ক, বাজার ও বসতবাড়ি হুমকির মুখে রয়েছে।


কাফির বাজার এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে রশিদুল ইসলাম জানান, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশিনের কাছে এসে কোনো ভাবেই যেন পাথর উত্তোলন করা না হয় এমন নির্দেশ দিলেও মৌখিক ভাবে বালু উত্তোলন করার অনুমতি দিয়ে চলে গেছেন।


কাফির বাজার এলাকার চায়ের দোকানদার মোশারফ হোসেনও একই অভিমত ব্যক্ত করেছেন।


ঝোংড়া ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মৌখিক অনুমতি নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।


পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, অনেকেই তার নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে বোমা মেনি দিয়ে বালু উত্তোলন করছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


বিবার্তা/জিন্না/তাওহীদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com