শিরোনাম
আদালতের নির্দেশ অমান্য করে প্রাচীর নির্মাণের অভিযোগ
প্রকাশ : ২১ মে ২০১৯, ২০:৩১
আদালতের নির্দেশ অমান্য করে প্রাচীর নির্মাণের অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে প্রচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে।


জানা যায়, দুর্গাপুর গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে অন্যের জমিতে জোর করে প্রাচীর নির্মাণ করেছে শমশের মণ্ডল ও তার ছেলেরা।


অভিযোগ রয়েছে দুর্গাপুর গ্রামের আজিজুর রহমানের ৪৫ শতক জমির মধ্যে দুই শতক জমি অবৈধভাবে দখল করে নেয় শমশের মণ্ডল।


আজিজুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামানের আদালতে হাজির হয়ে শমশের মণ্ডলের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারীর আবেদন করেন।


আদালত ৬ মে ওই জমিতে দখলমতে আইনশৃঙ্খলা বজায় রাখতে ঝিনাইদহ সদর থানার ওসিকে নির্দেশনা দেন এবং দ্বিতীয় পক্ষ শমশের মণ্ডলকে আদালতে হাজির হয়ে ৩৩১নং স্মারকে কারণ দর্শাতে বলেন। কিন্তু শমশের মণ্ডল পুলিশ ও আদালতের নিষেধ থোড়ায় কেয়ার করে রাতারাতি আজিজুর রহমানের দুই শতক জমিতে প্রাচীর তুলে জমি দখল করে নিয়েছেন।


আজিজুর রহমান অভিযোগ করেন, দুর্গাপুর মৌজার ১৭৮০নং দাগে তাদের ৪৫ শতক জমিতে বাড়ি রয়েছে। এর মধ্যে শমশের মণ্ডল দুই, শতক জমি দখল করে প্রাচীর তুলে দিয়েছেন।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, ওটা মামা ভাগ্নের পারিবারিক দ্বন্দ্বের কারণে হচ্ছে। তারপরও আমরা গোটা বিষয় নিয়ে একটা প্রতিবেদন আদালতে দাখিল করবো।


বিবার্তা/কোরবান/তাওহীদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com