শিরোনাম
কুষ্টিয়ায় কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২১ মে ২০১৯, ১৭:২০
কুষ্টিয়ায় কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় ১ হাজার ৪০ টাকায় প্রতি মণ ধান কেনার দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা।


মঙ্গলবার সকাল বেলা ১১টায় শহরের থানামোড়স্থ বকচত্বরে এ মানববন্ধন করে তারা।


‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে সরকারি ক্রয় কেন্দ্র খুলে নির্ধারিত মূল্যে ধান কেনাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা।


মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ‘সম্মিলিত কৃষি ও কৃষক স্বার্থ রক্ষা কমিটির’ উদ্যোগে অনুষ্ঠিত এ কৃষক সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।


বক্তব্যে তারা বলেন, কৃষকদের বোরো মৌসুমে উৎপাদিত ধানের দাম নিয়ে দূর্বৃত্তায়িত চক্রের ষড়যন্ত্রের শিকার হচ্ছে কৃষক। উৎপাদন খরচের অর্ধেক দামে ধান বিক্রি করতে কৃষকদের বাধ্য করে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া হয়েছে। অবিলম্বে কৃষকের এই দুর্দশামুক্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


বিবার্তা/শরীফুল/তাওহীদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com