শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ!
প্রকাশ : ২০ মে ২০১৯, ১৮:১৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ!
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি এলাকায় সড়ক জনপদের (সওজ) উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।


সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় একটি তৃতীয়তলা ভবন, একটি দ্বিতীয়তলা ভবন, দুইটি আধাপাকা ও বেশ কয়েকটি টিন সেডের ঘর ভেঙে ফেলা হয়। এর আগে সওজ থেকে অবৈধ এ স্থাপনাগুলো সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানিয়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।



তবে এ নিয়ে জামুর্কি এলাকায় পরিচালিত অভিযানের ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সওজ স্থাপনা সরিয়ে নিতে কোনো সময় দেয়নি। শুধু এ উচ্ছেদ অভিযান পরিচালনার আগের দিন রাতে এ সংবাদ জানানো হয়েছে।


এ প্রসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নওয়োজিশ রহমান জানান, ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। মহাসড়কের উন্নয়ন কাজের স্বার্থে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com