শিরোনাম
জয়পুরহাটে ঢাকা-পঞ্চগড় ট্রেন বিরতির দাবীতে মানববন্ধন
প্রকাশ : ২০ মে ২০১৯, ১৫:৩৯
জয়পুরহাটে ঢাকা-পঞ্চগড় ট্রেন বিরতির দাবীতে মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে ঢাকা-পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ নামে একটি সংগঠন।


জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণির পেশার শতাধিক মানুষ।


মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন জেলা নাগরিক সমাজের আহবায়ক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইনডাষ্ট্রিজের সভাপতি আব্দুল হাকিম, ক্রীড়া সংগঠক ইমতিয়াজ আহম্মেদ দুলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা আনোয়ারুল হক বাবলু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এম এ রশিদ প্রমুখ।


বক্তারা বলেন, ধান, আলু, শাক-সবজি, মাছ, পোল্ট্রি মাংসসহ খাদ্য উদ্বৃত্ত ও কৃষি অর্থনীতি নির্ভর জয়পুরহাটের সাথে সারা দেশের ব্যবসায়ীক সম্পর্ক অত্যন্ত নিবিড়। এসব কারণে ঝুঁকিমুক্ত ভ্রমণের জন্য অধিকাংশ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন বলে প্রয়োজনের তুলনায় ট্রেনের টিকিট সংকট লেগেই থাকে।


বক্তারা আরো বলেন, সম্প্রতি ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাটে যাত্রা বিরতি না দেয়ায় আমরা এ মানববন্ধনের আয়োজন করেছি। অবিলম্বে পঞ্চগড় আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাটে যাত্রা বিরতি কার্যকর না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।


বিবার্তা/রানা/তাওহীদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com