শিরোনাম
‘সবাই আন্তরিক হলে দুর্নীতি কমানো সম্ভব’
প্রকাশ : ১৯ মে ২০১৯, ১৯:৩৩
‘সবাই আন্তরিক হলে দুর্নীতি কমানো সম্ভব’
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সবাই আন্তরিক হলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।


রবিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।


দুদক চেয়ারম্যান আরো বলেন, আমরা সবাই জানি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আর অর্থনৈতিক দেশ যত এগিয়ে যাবে, দুর্নীতিও পিছু নেবে। কারণ দুর্নীতি হচ্ছে উন্নয়নের ভাই-বোন। এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার সংজ্ঞা।


দুদক চেয়ারম্যান বলেন, আমাদের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু কতটা টেকসই হয়েছে তা কী বলতে পারি। যতটা উন্নয়ন হয়েছে সেটা ধরে রাখাই বড় উন্নয়ন।


তিনি বলেন, শতভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসে, এটা বড় ধরনের উন্নয়ন। যা বিশ্বের রোল মডেল। কিন্তু কতজন শিক্ষার্থী ঝড়ে পড়ল (ড্রপ আউট) হলো, ক্লাসে ঠিক মতো পড়ানো হয় কি না। তা মনিটরিং না হলে এ উন্নয়নের দাম নেই।


সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com