শিরোনাম
কুষ্টিয়ায় গড়াই দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
প্রকাশ : ১৮ মে ২০১৯, ১৪:২০
কুষ্টিয়ায় গড়াই দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় গড়াই নদীর তীর অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।


শনিবার সকাল ১০টার দিকে শহর সংলগ্ন থানাপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী। নদীটিতে দখলমুক্ত করতে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। নদীর প্রবাহ সচল না থাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠা এসব অবৈধ দখলে অস্তিত্ব সংকটে পড়ো এই গড়াই নদী।


গড়াই নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর পাশে অবৈধ ভাবে জমি দখল করে গড়ে ওঠা প্রায় ৩০টি পাকা ও আধা পাকা ভবন ভেঙ্গে দেয়া হয়। পর্যায়ক্রমে সকল দখলদারদের হটিয়ে নদীর জায়গা রক্ষা করা হবে বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী।


তিনি জানান, ১০দিন আগে নোটিশ করা হয় দখলদারদের কাছে।



বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com