শিরোনাম
কেজিতে ২৬ টাকা দরে ধান কিনবে সরকার
প্রকাশ : ১৮ মে ২০১৯, ১৩:১৮
কেজিতে ২৬ টাকা দরে ধান কিনবে সরকার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারী জেলা থেকে কেজি প্রতি ২৬ টাকা দরে ২৬১২ মেট্রিকটন ধান কিনবে সরকার। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী সাইফুদ্দিন এ কথা জানিয়েছেন।


ধানের পাশাপাশি সরকারিভাবে কেজি প্রতি ২৮ টাকা দরে গম, মিলারদের কাছ থেকে ৩৬ টাকা দরে সেদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে আতপ চাল কেনা হবে।


কাজী সাইফুদ্দিন বলেন, ইতোমধ্যেই জেলা থেকে সরকারিভাবে ধান, গম, সেদ্ধচাল ও আতপ চাল সংগ্রহ অভিযানের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই নীলফামারীতে ধান, চাল ও গম কেনা কার্যক্রম শুরু হবে। জেলা সদরসহ ছয় উপজেলায় দুই হাজার ৬১২ মেট্রিকটন ধান, ১৭ হাজার ৯৫৯ মেট্রিকটন সেদ্ধচাল ও ছয় হাজার ১৬ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।


তিনি বলেন, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে বাচাইকৃত কৃষকদের তালিকা দেয়ার পর তাদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম কেনা হবে। এছাড়াও ৩৬ টাকা কেজি দরে সেদ্ধ চাল ও আতপ প্রতি কেজি ৩৫ টাকা দরে স্থানীয় মিলারদের কাছ থেকে কেনা হবে।


তিনি আরো বলেন, একজন কৃষক গম ১৫০ কেজি থেকে ৩ হাজার কেজি এবং ধান ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন।


বিবার্তা/মেহেদী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com