শিরোনাম
বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ
প্রকাশ : ১৮ মে ২০১৯, ১১:১৫
বরগুনায় ৫ মণ হরিণের মাংস জব্দ
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরের উপকূলবর্তী বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খালে অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ হরিণের মাংস জব্দ করেছে পুলিশ ও বন বিভাগ।


শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে বনবিভাগের চরলাঠিমারা বিটের কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ এ অভিযান পরিচালনা করেন। এ সময় হরিণ ধরার ফাঁদসহ একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।


বদিউজ্জামান বলেন, পাচারকারীরা বঙ্গোপসাগরের তীরবর্তী চরলাঠিমারা বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খালে হরিণের মাংস নিয়ে অবস্থান করছিল। এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলের কাছে যাওয়া মাত্রই ট্রলারে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। পরে বনবিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাংস ও ট্রলার জব্দ করে।


তিনি বলেন, ওই ট্রলারে দু’টি চামড়া, দু’টি মাথাসহ প্রায় পাঁচ মণ মাংস পাওয়া গেছে। তবে আটটি হরিণ জবাই করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।


তিনি আরো বলেন, কোস্টগার্ডের মাঝি ইলিয়াসের বাবা আব্দুর রহমান শিকদার এলাকায় হরিণ পাচারকারী হিসেবে চিহ্নিত। ওই ট্রলারটি আব্দুর রহমান শিকদারের বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। দুই বস্তা হরিণ ধরা ফাঁদসহ ট্রলারটি বনবিভাগের জিম্মায় রয়েছে।


বিট কর্মকর্তা বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসগুলো মাটি চাপা দেওয়া হবে। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/মেহেদী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com