শিরোনাম
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত
প্রকাশ : ১৬ মে ২০১৯, ১১:৩৪
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে ইয়াবা উদ্ধারে গেলে বিজিবি ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ সিরাজ ওরফে সিরু (২৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।


বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


ঘটনাস্থল থেকে দুটি দেশে তৈরি অস্ত্র (এলজি), ১২টি তাজা কার্তুজ, আটটি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।


সিরু উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের ফজল আহমদের ছেলে। বন্দুকযুদ্ধে পুলিশ-বিজিবির চার সদস্য আহত হয়েছেন।


বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাবরাং আছারবনিয়া এলাকা হতে সিরাজকে ৫০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। মিয়ানামার থেকে ইয়াবার বড় চালান পাচার হবে এমন তথ্যে সিরুকে নিয়ে বুধবার রাতে অভিযানে যায় পুলিশ ও বিজিবির যৌথ দল।


তিনি বলেন, এ সময় ইয়াবা পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সিরাজ পালানোর চেষ্টা করলে গোলাগুলির মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন। সিরাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত পুলিশ ও বিজিবির সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।


টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com