শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা
স্বজনদের সাথে ঈদ করা হলো না জয়নালের
প্রকাশ : ১২ মে ২০১৯, ১০:৪৭
স্বজনদের সাথে ঈদ করা হলো না জয়নালের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বজনদের সাথে ঈদ করা হলো না দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত জয়নাল আবেদীনের (৩০)। জয়নাল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে।


দক্ষিণ আফ্রিকার নিউক্যাসেল শহরে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


জয়নালের মামা দুদু মল্লিক জানান, এইচএসসি পাশ করে ১০ বছর আগে জয়নাল দক্ষিণ আফ্রিকা পাড়ি জমায়। সেখানকার নিউক্যাসেল শহরে নিজেই একটি মুদি দোকান করে বেশ লাভবান হয়। দোকানের পাশেই একটি কন্টেইনারে থাকত সে।


তিনি বলেন, বুধবার রাতে কাজ শেষে প্রতিদিনের মতো জয়নাল সেখানে ঘুমিয়ে পড়ে। স্থানীয় সময় রাত ১টার দিকে কারও ডাকাডাকিতে জয়নাল জানালা খুলে বাইরে উঁকি দেয়। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার কপালের বাম পাশে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তিনি আরো বলেন, সকালে প্রতিবেশী এক বাঙালী যুবক আবেদীনের বাড়িতে খবর দেন।


দুদু মল্লিক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সেখানে জয়নালের পরিচিত লোকজনই টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ বুধবার বিকেলে জয়নাল বাড়িতে ফোন করে জানায় যে, দক্ষিণ আফ্রিকা থেকে সে কানাডায় চলে যাবে। এজন্য সে নগদ ২০ লাখ টাকা হাতে রেখে দিয়েছে। সেখানে জয়নাল একটি গাড়িও কিনেছিল। কানাডা যাওয়ার আগে সে দোকান ও গাড়ি বিক্রি করে সব টাকা বাড়িতে পাঠিয়ে দেবে। সব মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকা হবে। আগামী ঈদে বাড়িতে আসার কথা জানিয়েছিল সে। কিন্তু ওইদিন রাতেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। চার ভাই এক বোনের মধ্যে জয়নাল ছিল দ্বিতীয়।


এর আগে ২০১৫ সালে একইভাবে খুন হন জয়নালের ছোট ভাই আমিন (২৫)। ঢাকার কেরানীগঞ্জে থেকে সে ম্যান পাওয়ারের ব্যবসা করতেন। নিখোঁজ হওয়ার কদিন পর বুড়িগঙ্গা নদী থেকে আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিকভাবে দুটি ছেলেকে হারিয়ে তাদের মা-বাবা এখন পাগল প্রায়।


পরিবারের পক্ষ থেকে জয়নালের লাশ দ্রুত দেশে আনার দাবি জানানো হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com