শিরোনাম
শিবপুরে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
প্রকাশ : ১১ মে ২০১৯, ১৪:১০
শিবপুরে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর শিবপুরে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামি বলে অভিযোগ পাওয়া গেছে।


শিবপুর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের স্কুলছাত্রী আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা করেন ভুক্তোভুগীর মা অনিতা রানী বর্মণ। আসামি সজিব চন্দ্র বর্মণ (২৬) মামলার তুলে নিতে তাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ বাদীর।


অনিতা রানী বর্মণ বলেন, তার মেয়ে অর্পিতা রাণী বর্মণ শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। সে প্রাইভেট পড়তে গেলে একই এলাকার মৃত সুধীর চন্দ্র বর্মণের ছেলে সজিব চন্দ্র বর্মণ তাকে প্রেম নিবেদন করে। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক হয়। গত ৩ ডিসেম্বর স্কুলছাত্রী অর্পিতা বিয়ে করার জন্য সজিব বর্মণকে চাপ দেয়। এসময় সজিব তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে অপমান অপদস্থ করে আত্মহত্যার প্ররোচনা দেয়।


তার প্ররোচনাতেই ২০১৮ সালের ৫ ডিসেম্বর নিজ বাড়িতে আত্মহত্যা করে অর্পিতা বলে তিনি দাবি করেন।


এ ঘটনায় স্কুলছাত্রী অর্পিতার মা অনিতা রানী বর্মণ শিবপুর মডেল থানায় মামলা করেন। মামলা করার পর থেকে আসামি পক্ষের লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছিলেন। সম্প্রতি আসামি সজিব উচ্চ আদালত থেকে জামিনে আসেন। জামিন পেয়ে অপরিচিত নম্বর থেকে ফোন করে ও বার্তা পাঠিয়ে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি দেখায়।


এ ঘটনায় মামলার বাদী থানায় সাধারণ ডায়েরি করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।


আসামি সজিব বর্মণের সাথে যোগাযোগ করা যায়নি।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ বলেন, থানায় সাধারণ ডায়েরির পর তদন্ত করে হুমকির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে এরই মধ্যে আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়েছে।


বিবার্তা/রাসেল/তাওহীদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com