শিরোনাম
‘জাগ্রত মানবিকতা’র কুমিল্লায় ১০ মসজিদে চেয়ার বিতরণ
প্রকাশ : ০৭ মে ২০১৯, ১০:৩৩
‘জাগ্রত মানবিকতা’র কুমিল্লায় ১০ মসজিদে চেয়ার বিতরণ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজানের শুরুতে বয়স্ক ও অসুস্থ রোগীদের বসে নামাজ পড়ার সুবিধার্থে সামাজিক সংগঠন ‘জাগ্রত মানবিকতা’ কুমিল্লার মহানগরের ১০টি মসজিদে পক্ষাগ্রস্থ চেয়ার বিতরণ করেছে।


মসজিদগুলো হলো ১৯নং ওয়ার্ড ঢুলিপাড়া উত্তর জামে মসজিদ, ২০নং ওয়ার্ড শাহ আবদুল্লাহ গাজী পুরী(রঃ) মসজিদ, ২১ নং ওয়ার্ড মধ্যম আশ্রাফপুর মাজার মসজিদ, মধ্যম আশ্রাফপুর জামে মসজিদ, মীর পুকুরপাড় জামে মসজিদ, ২২নং ওয়ার্ড দৌয়াড়া জামে মসজিদ, ২৩নং ওয়ার্ড চাঙ্গেনী বাজার জামে মসজিদ, ২৪ নং ওয়ার্ড সালমানপুর মধ্যমপাড়া নোয়াবাড়ি জামে মসজিদ, ২৫নং ওয়ার্ড লইপুরা জামে মসজিদ, বল্লভপুর গাউসুল আজম জামে মসজিদ, ২৭নং ওয়ার্ড কেন্দ্রীয় ধনাইতলী জামে মসজিদ।



জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবী কর্মীরা মসজিদ কমিটির সদস্য ও ইমামের কাছে চেয়ারগুলো পৌঁছে দেয় এবং নগরীর বিভিন্ন মসজিদে নামাজে বিঘ্ন না ঘটানোর জন্য সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেয়।


জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা বলেন, অসুস্থ মানুষের কথা চিন্তা করেই তিনি এ প্রদক্ষেপ গ্রহণ করেছেন এবং ক্রমান্বয়ে আরো কাজ করার ইচ্ছে আছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com