শিরোনাম
লক্ষ্মীপুরে ৮ মণ জাটকা জব্দ, আটক ১
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৯, ১৫:০৭
লক্ষ্মীপুরে ৮ মণ জাটকা জব্দ, আটক ১
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৮ মণ জাটকা ইলিশসহ আটক মাইক্রোবাস চালক মাহবুব আলমকে (৩৭) এক মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক মাছ ব্যবসায়ী জুয়েলের বয়স কম হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোতাছেম বিল্লাহ্‌র ভ্রাম্যমাণ আদালত রবিবার এ আদেশ দেয়। দণ্ডপ্রাপ্ত মাহবুব সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের মৃত অজি উল্লাহ্‌র ছেলে।


উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, মাইক্রোবাস যোগে প্রায় ৮ মণ জাটকা পাচারকালে উপজেলার খাসের হাট এলাকা থেকে চালক মাহবুব ও মাছ ব্যবসায়ী জুয়েলকে আটক করে পুলিশ। পরে জব্দ হওয়া জাটকাগুলো এতিমখানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।


রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জাটকা বহনকারী মাইক্রোবাসের চালক মাহবুবকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক মাছ ব্যবসায়ীর বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।


হাজিমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত মাইক্রোবাস চালককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/সুমন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com