শিরোনাম
গড়াই নদীর খনন কাজ বন্ধের নির্দেশ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৯, ১৮:২০
গড়াই নদীর খনন কাজ বন্ধের নির্দেশ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় নানা অনিয়মের অভিযোগে গড়াই নদী খনন প্রকল্প সাময়িক বন্ধ ঘোষণা করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।


শুক্রবার দুপুরে খনন প্রকল্প দেখতে এসে এই নির্দেশ দেন প্রতিমন্ত্রী।


তিনি বলেন, গড়াই নদী খনন প্রকল্প এখন যেভাবে চলছে; সেভাবে আর বাস্তবায়ন করা যাবে না। গড়াই নদীতে নালার মত করে ড্রেজার করা হচ্ছে; এটাকে আরো প্রসস্থ করে পদ্মার পানি প্রবাহিত করতে হবে গড়াই নদীতে।


তিনি জানান, মন্ত্রণালয়ে খুব শিগগিরই ৩০০ মিটার প্রস্থ করে খনন কাজ করার সিদ্ধান্ত হবে। বর্তমান যে দুটি ড্রেজার খনন কাজ পরিচালনা করছে তা বন্ধ করার নির্দেশ দেন। সঠিক পরিকল্পনা করে ৩০০ মিটার প্রসস্থ করে মোট ৫টি ড্রেজার ব্যবহার করে পদ্মার পানি গড়াই নদীতে প্রবাহ করা হবে। কেউ যদি অসৎ থাকে বা থাকার চেষ্টা করে তাকে সতর্ক করে সঠিক পথে না আসলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি। এ সময় জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com