শিরোনাম
সাভারে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:০৬
সাভারে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নতুন গেজেটভুক্ত ২৭১টি কলেজে অবিলম্বে সরকারি বেতন চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় সড়ক বন্ধ করে রেখেছে তিন শতাধিক শিক্ষার্থী।


মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশেই প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নতুনভাবে গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেতন চালু করা হয়নি। তাই শিক্ষার্থীরা নতুন গেজেটভুক্ত হওয়া ২৭১টি কলেজ সরকারিকরণের প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে পরিচালিত হচ্ছে অভিযোগ করে অবিলম্বে কলেজগুলো সরকারিকরণের প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান। সেইসঙ্গে অতিদ্রুত কলেজগুলোতে সরকারি বেতন চালুর দাবি জানায় তারা।


সাভার হাইওয়ে থানা ওসি আবুল হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com