শিরোনাম
সিরাজগঞ্জে ধান কাটা শুরু
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৩:৪৯
সিরাজগঞ্জে ধান কাটা শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলে বোরো ধান কাটা শুরু হয়েছে। এখন কৃষকদের দম ফেলার ফুরসত নেই। তবে শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় কৃষকেরা বেশি টাকায় ধান কাটতে বাধ্য হচ্ছেন। ইতোমধ্যে মিনিকেট ধানে চিটা রোগ হওয়ায় কৃষকের কিছুটা ক্ষতি হয়েছে।


উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর তাড়াশ উপজেলায় চলতি মৌসুমে এ উপজেলায় বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার হেক্টর।



তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগমান গ্রামের কৃষক জান মাহমুদ জানান, এ বছর ফসলের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে সোনালীর আলোয় আলোকিত হয়েছে পাকা ধান। শ্রমিক সঙ্কট হওয়ায় ধান কাটতে সময় লাগছে।


একই ইউপির আড়ংগাইল গ্রামের কৃষক আব্দুল গফুর বলেন, ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। দাম বর্তমানে বেশ ভালো। প্রতিমণ ধান এখন ৬০০ থেকে সাড়ে ৭০০ টাকা করে বিক্রি হচ্ছে প্রতিটা হাট বাজারে। এদিকে বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। কারণ খরচের চেয়ে ধানের মূল্য খুবই কম। ধানের দাম না বাড়লে আগামীতে বোরো আবাদ কম হওয়ার আশংকা করছেন এ কৃষক।


তালম ইউনিয়নের গুল্টা গ্রামের কৃষক আশরাফ আলী বলেন, এ বছর মিনিকেট ধান লাগিয়েছিলাম। কয়েকদিন আগে মিনিকেট ধানে চিটা রোগ হওয়ায় এ উপজেলার কৃষকের ক্ষতি হয়েছে। এদিকে ধান বিক্রি করতে গিয়ে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।


তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, তাড়াশ উপজেলাসহ চলনবিলে এবার বোরো ধান অনেক ভালো হয়েছে। কিন্ত ধানের দাম না পেয়ে কৃষকেরা অসন্তষ্ট।


বিবার্তা/নাসিম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com