শিরোনাম
কাউখালীতে মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:১৬
কাউখালীতে মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
কাউখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদের সহযোগিতায় রবিবার সকালে উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।


টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুলার ইয়ং পিপল অব বাংলাদেশে (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওয়ায় মাসব্যাপী আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ৪০জন প্রশিক্ষনার্থী এতে অংশ গ্রহণ করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুর যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা খান যুলহাস কবির, প্রশিক্ষনার্থী রুবেল রিয়াজী বক্তব্য দেন।


মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে।


বিবার্তা/বশির/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com