শিরোনাম
‘দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল’
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৯, ১১:৫৮
‘দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল হয়েছে।


তিনি বলেন, ইতোমধ্যে সিঙ্গাপুরে ২৬টি দেশের সেনাবাহিনী ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সাথে আমাদের আলোচনা হয়েছে যে দুর্যোগের সময় একে অপরকে কিভাবে সাহায্য করতে পারবে। দুর্যোগ ক্ষমতা বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে।


তিনি আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে না এসে বিএনপি চরম ভুল কাজ করেছে। আর তার খেসারত দিতে হচ্ছে নেতাদের। এদেশে বিএনপি আর ক্ষমতার মুখ দেখবে না।
ঢাকার ধামরাইয়ের কাওয়াখোলা মাঠে মিতালী সংসদের উদ্যোগে ত্রাণ প্রতিমন্ত্রীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।


সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় ধামরাইয়ের সংসদ সদস্য বেনজীর আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com