শিরোনাম
বাস শ্রমিককে ট্রাকের নিচে ফেলে হত্যা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৯, ২০:৩৭
বাস শ্রমিককে ট্রাকের নিচে ফেলে হত্যা
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় আকাশ মাতবর (৪০) নামে এক বাস শ্রমিককে মারপিট করে চলন্ত ট্রাকের নিচে ছুড়ে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


শুক্রবার দুপুরে নওয়াপাড়া শহরের হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত আকাশ মাতবর শরীয়তপুর সদর (পালং) উপজেলার ডোমসার গ্রামের আবু মাতবরের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর ১টার দিকে যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে অভয়নগর ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক অবস্থান করছিল। এসময় বেনাপোলগামী যাত্রীবাহী ফেম নামক একটি বাস আটকা পড়ে।


বাসের সুপারভাইজার আকাশ মাতবর রাস্তায় নেমে ট্রাকটিকে সরাতে বললে ট্রাকের চালক, হেলপারসহ এজেন্সির ৪/৫জন শ্রমিক ক্ষিপ্ত হয়ে আকাশ মাতবরকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তারা তাকে রাস্তার ওপর ছুড়ে মারলে যশোরগামী অপর একটি তেলবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে ঘটনাস্থলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। যাত্রীবাহী ফেম পরিবহনের যাত্রীরা এসময় অঝোরে কাঁদতে থাকেন।


অভয়নগর থানার এসআই জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকসহ এ হত্যাকাণ্ডে জড়িত শ্রমিকরা পালিয়েছে।


বিবার্তা/তুহিন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com