শিরোনাম
কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৯, ১৪:৫৬
কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় মাদক মামলায় রুবেল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আদালত। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী বুধবার এ রায় দেন।


১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ১(খ) ধারায় হেরোইন বিক্রি ও হেফাজতে রাখার দায়ে রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।


মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২মাইল নামক স্থান থেকে একটি বাসের ভেতর থেকে রুবেলের কাছে থাকা ৭৮৫গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব-১২ এর টহল দল। এ ঘটনায় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ইনচার্জ আবুল হাসান শেখ ভেড়ামারা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে রুবেলকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।


দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com