শিরোনাম
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, হামলায় নিহত ১
প্রকাশ : ২৭ মার্চ ২০১৯, ১৫:২৩
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, হামলায় নিহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ঠাকুরগাঁও সদর উপজেলা হরিনারায়পুর কালিতলা গ্রামে জমির মালিক মুক্তাদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।


বুধবার সকালে হরিনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত সন্দেহে পুলিশ পারুল ও নুরুল হক পেলু নামে দুইজনকে আটক করেছে।


এলাকাবাসী জানিয়েছে, ৩০ বছর ধরে মুক্তাদুরের জমিতে ঘর বানিয়ে বসবাস করতো পারুল, রহিমা, নুরুল হক, সহেলা গং। পরবর্তীতে মুক্তাদুর তার নিজ জমি দখল নিতে গেলে বসবাসকারীরা তাকে বাধা দেয়। এ বিষয়ে পরে উভয়পক্ষ মামলা করে। মামলা চলাকালীন সময়ে মঙ্গলবার নুরুল ও পারুল আবার নতুন করে জমিতে ঘর তুলে।


তবে বুধবার সকালে মুক্তাদুর ঘর তুলতে বাধা দিতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে মুক্তাদুর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


ঠাকুরগাঁও সদর থানার (ওসি) তদন্ত চিত্তরঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার কারণে পারুল ও নুরুল হককে আটক করা হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com