শিরোনাম
সাতক্ষীরায় ৭ উপজেলার পাঁচটিতে নৌকা বিজয়ী
প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১০:১৭
সাতক্ষীরায় ৭ উপজেলার পাঁচটিতে নৌকা বিজয়ী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরা উপজেলা পরিষদ নির্বাচনে সাত উপজেলার পাঁচটিতে নৌকা বিজয়ী হয়েছে।


এদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় চেয়ারম্যানপদে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মারুফ তানভীর সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে কোহিনুর ইসলাম বিজয়ী হয়েছেন।


তালা উপজেলায় নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে সরদার মশিয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মুরশিদা খাতুন পাপড়ী বিজয়ী হয়।


কালিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে নাজমুল হক ও ফুটবল প্রতীক নিয়ে ফারজানা শওকত আফি বিজয়ী হয়।


কলারোয়া উপজেলায় আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে শেখ আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে আসাদুজ্জামান শাহাজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে শাহাজান পারভীন খুকু বিজয় হয়।


শ্যামনগর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক খালেদা আইয়ুব ডলি বিজয়ী হয়।


দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আব্দুল গণি, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে জি এম স্পর্শ বিজয়ী হয়।


আশাশুনি উপজেলায় চেয়ারম্যান পদে এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে অসীম চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি কলস প্রতিক নিয়ে বিজয় হয়।


সাতক্ষীরার ৭ উপজেলা বিজয়ীদের নাম মৌখিকভাবে উপজেলার ইউএনও কর্তৃক মৌখিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।


বিবার্তা/সেলিম/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com