শিরোনাম
সাভারের সব নদী ও জলাশয় দখলমুক্ত করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৪ মার্চ ২০১৯, ১২:১০
সাভারের সব নদী ও জলাশয় দখলমুক্ত করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সাভারের সকল নদী ও জলাশয় দখলমুক্ত করা হবে।


তিনি বলেন, নদী দখলকারীরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবে না।


তিনি আরো বলেন, নদী দখলকারীরা দেশ ও সমাজের শত্রু। যারা সরকারি নদী ও জলাশয় দখল করেন তারা এ যুগের রাজাকার। সমাজের ভালো লোকজন কোনোদিন সরকারি সম্পত্তি দখল করে না।


সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় পরিবেশবাদী সংগঠন কাশফুলের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ প্রতিমন্ত্রী একথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সানা উল্লাহ, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাস্টার, আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন ভুইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হালিম মৃধা, কাশফুলের প্রতিষ্ঠা সভাপতি আসাদুজ্জামান আকাশ মীর, ভারপ্রাপ্ত মহাসচিব সঞ্জীব সাহা, যুবলীগ নেতা নোমান ভুইয়া, বিশিষ্ট শিল্পপতি রুবেলসহ আরো অনেকে।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com