শিরোনাম
বাঘাইছড়ি হত্যাকাণ্ডে মামলা দায়ের, আসামি ৫০
প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১০:১৮
বাঘাইছড়ি হত্যাকাণ্ডে মামলা দায়ের, আসামি ৫০
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলায় সন্ত্রাসী হামলায় সাত নির্বাচনকর্মী নিহতের ঘটনায় দুইদিন পর মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়।


বাঘাইছড়ি থানার ওসি মঞ্জুর আলম জানান, ওই ঘটনায় আহত পুলিশ সদস্য মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আক্তার আলী বাদী হয়ে বুধবার রাতে বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন।


তিনি বলেন, মামলা নং-২, তারিখ ২০ মার্চ ২০১৯, ধারা ১৪৩,৩২৪,৩২৬,৩০৭,৩০২,৩৪ দণ্ডবিধিতে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।


পঞ্চম উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে সোমবার ফেরার পথে বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর ব্রাশ ফায়ারে সাতজন নিহত হন। এর পরদিন বিলাইছড়ি উপজেলায় আরেকটি হামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে একদল বন্দুকধারী। এ ঘটনায় এখনও মামলা হয়নি।


এ দুই হত্যাকাণ্ডে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com