শিরোনাম
নিউজিল্যান্ডেই শায়িত হবেন ড. সামাদ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৯, ১৫:০৮
নিউজিল্যান্ডেই শায়িত হবেন ড. সামাদ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহত বাংলাদেশি নাগরিক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. আবদুস সামাদকে নিউজিল্যান্ডেই সমাহিত করা হবে।


রবিবার নিউজিল্যান্ডের মুসলিম কমিউনিটি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন ড. সামাদের বড় ছেলে তোহা মোহাম্মদ। তবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর এলাকার মধুরহাইল্যা গ্রামে বাবা জামাল উদ্দিন সরকারের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এমনই ইচ্ছা ছিল অধ্যাপক ড. আবদুস সামাদের। সে অনুযায়ী স্থানও নির্ধারিত ছিল।


নিহতের বড় ছেলে তোহা মোহাম্মদ জানান, নিউজিল্যান্ড পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদেরকে ড. সামাদের লাশ গ্রহণ করার জন্য ডেকেছে।


নিউজিল্যান্ডে বসবাসরত তার মা কেশোয়ারা সুলতানা, ছোট দুই ভাই তারেক ও তানভীরের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন তোহা মোহাম্মদ।


তোহা আরো জানায়, আমার মা ও ভাইয়েরা সেখানকার ফরমালিটিগুলো সম্পন্ন করবেন। খুব শীঘ্রই আমি নিউজিল্যান্ডে মা ও ভাইদের সঙ্গে দেখা করতে যাবো।


বিবার্তা/সৌরভ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com