শিরোনাম
ডাকসু নির্বাচন সুষ্ঠ হয়েছে: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৩:২১
ডাকসু নির্বাচন সুষ্ঠ হয়েছে: শিক্ষামন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি হল ছাড়া সবগুলো হলে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।


তিনি বলেন, ২৮ বছর পরে ঢাকসু নির্বাচন হওয়ায় সরকারও খুশি হয়েছে। একটি হলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান ফিরিয়ে না আনলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বুধবার অস্টম সমাবর্তনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


সমাবর্তনে পাঁচ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। তার মধ্যে ১৫৬ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। এছাড়া ১৭ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়।


সমাবর্তনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, থাইল্যান্ডের সিয়াম ইউনিভর্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গখোনভানিত, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খাঁন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com