শিরোনাম
যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৮:৪৩
যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের ঝিকরগাছার গুলবাগপুর গ্রামে খাদিজা বেগম (৫০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


সোমবার রাত ১০টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়। খাদিজা বেগম ওই গ্রামের নাবেদ আলীর স্ত্রী।


নিহতের মেয়ে রূপালি বলেন, তাদের একটি ছাগল তার চাচার বাড়িতে গেলে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে চাচা রজব আলী, তার ছেলে মানিক ও জামাই সামাউল লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটাতে পেটাতে মা খাদিজাকে ঘর থেকে বারান্দায় নিয়ে আসে। এসময় ঠেকাতে গেলে তাদের মারপিট করা হয়। পরে মাকে খাদিজাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। তবে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়। পরে লাশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।


যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামসু বলেন, খাদিজা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।


ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামিদের আটকের চেষ্টা করা হচ্ছে।


বিবার্তা/তুহিন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com