শিরোনাম
টাঙ্গাইলে বৌভাতের চলন্ত বাসে আগুন
প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৯:০২
টাঙ্গাইলে বৌভাতের চলন্ত বাসে আগুন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।


রবিবার দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাঁটুভাঙ্গা রোডের গোঁড়াই এলাকায় এ ঘটনা ঘটে।


খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাস থেকে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। তবে এ ঘটনায় কেউ অগ্নিদগ্ধ হয়নি।


মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ঢাকার সাভার থেকে বীপদ সাহার মেয়ের বিবাহোত্তর বৌভাতের যোগ দিতে পরিবারের সদস্যরা ঠিকানা পরিবহনের একটি বাসযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর যাচ্ছিলেন।



আরিফুর রহমান জানান, পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছার পর বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। তখন বাসের লোকজন হুড়োহুড়ি করে নামতে থাকে। এসময় কয়েকজন যাত্রী আহত হন।


তিনি জানান, পরে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com